কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষ : নিহত ২
22 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষ : নিহত ২

কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষ : নিহত ২


বিএনএ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দুই গ্রামের কয়েকজনের ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষে এসব নিয়ে সালিশ বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের অন্তত হাজার দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 1 57 , 57 views and shared


শিরোনাম বিএনএ