23 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা

চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা

চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আইনজীবিকে হত্যার ঘটনায় সংগঠনটি এ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় আদালতের মূল প্রবেশপথের বিপরীতে সড়কে সংঘর্ষে আইনজীবীকে হত্যা করা হয়।

নিহত আইনজীবির জানাজা বুধবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবি সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল (বুধবার) সারাদিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। সর্বস্তরের আইনজীবিদের এ প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।

নাজিম উদ্দিন বলেন, শিক্ষানবীশ আইনজীবি সাইফুল পায়ে হেঁটে আদালত ভবনের মূল প্রবেশপথ দিয়ে বের হয়ে সড়কের অপরপাশে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চিন্ময় ‍কৃষ্ণ দাসের লোকজন তাকে টেনেহিঁচড়ে রঙ্গম সিনেমা হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ