26 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

বিএনএ, ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যা’র ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ৫০ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষেও ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাস সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআইয়ের মো. মনজুর আহমেদ প্রমুখকে আসামি করা হয়।

উল্লেখ, ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের সমাবেশের পর সমাবেশে অংশগ্রহণকারীরা রাতে সেখানে অবস্থান করেন। সারাদিন মিছিল-সমাবেশে ক্লান্ত মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের বড় অংশ মাঝরাতের দিকে প্রায় ঘুমিয়ে পড়েন। এমন সময় মতিঝিল ও আশপাশের এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অন্ধকারে নিরীহ শিশু-কিশোরদের উপর চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম। আকষ্মিক সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙ্গে গেলে আতঙ্কিত ছাত্ররা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। এদের উপর নির্বিচারে গুলি করা হয় বলে অভিযোগ আছে। নিহতদের লাশ সিটি করপোরেশনের ময়লা ফেলার ট্রাকে করে নিয়ে দূরে ফেলে দিয়ে আসা  হয় বলেও অভিযোগ আছে। তাছাড়া পরের দু’দিন ঢাকার কয়েকটি কবরস্থানে স্বাভাবিক সময়ের কয়েকগুণ বেশি বেওয়ারিশ লাশ কবর দেওয়া হয় বলে জানা যায়। সন্দেহ করা হয়, লাশগুলো নিহত ছাত্রদের। ফায়ার সার্ভিসের গাড়ি ও ওয়াসার গাড়ি পানি ছিটিয়ে মতিঝিলের রক্তের দাগ মুছে ফেলে বলেও অভিযোগ আছে। যদিও আওয়ামীলীগ সরকার কোনোদিন এ হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি।

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায়  ৬১ জনের নাম-পরিচয় দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
চিন্ময় কারাগারে, চট্টগ্রামে ৬ ও ঢাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানাল ভারত জাপানে রকেট পরীক্ষাস্থলে আগুন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় নয় : আসিফ মাহমুদ ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ