26 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ

রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ - ছবি

বিএনএ, ঢাকা: রাষ্ট্রের সংবিধান সংস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করেছে বিএনপি। দলটি উপ-প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি, একজন ব্যক্তি পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিধান রাখা, সংসদে উচ্চকক্ষ চালু এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের মতো প্রস্তাবনা দিয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এ প্রস্তাবের লিখিত কপি হস্তান্তর করেন বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দুই সদস্য।

লিখিত প্রস্তাব জমা দেয়ার সময় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা সংবিধান সংস্কারের জন্য মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি, যার মূল লক্ষ্য ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। জুলাই-আগস্ট বিপ্লব এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিরোধের জন্য এই প্রস্তাবগুলো করেছি।”

এই বিএনপি নেতা আরও উল্লেখ করেন যে, সংবিধান সংস্কার কমিশন এসব প্রস্তাব সরকারের নিকট উপস্থাপন করবে। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে, তবে পরবর্তী নির্বাচিত সরকার সেসব সংশোধন করে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত রাষ্ট্র সংস্কারে ১০টি কমিশন গঠন করেছে। তবে এই মুহূর্তে সংবিধান এবং নির্বাচনী সংস্কারের বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে।

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় নয়: আসিফ মাহমুদ ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ২৪