বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা জানিয়েছিলেন, ১২ টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১১ টার পর শুরু হয় জামিন শুনানি। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত ৩১ অক্টোবর চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)। এ মামলায় চিন্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী