25 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের খবর: দু’জেনারেলকে ফোর্স অবসর

মিয়ানমারের খবর: দু’জেনারেলকে ফোর্স অবসর

মিয়ানমার সেনা জান্তা সরকার

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি(এনএলডি)’র মন্ত্রী সভায় থাকা দু’জেনারেলকে বাধ্যতামূলক অবসর দিল জান্তা সরকার। শুক্রবার (২৬ নভেম্বর) দেশটির অনলাইন সংবাদপত্র  ইরাব‌তি নিউজ এ তথ্য জানায়। সম্প্রতি সেনাবাহিনীর মধ্যে অন্তদ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সিমান্ত বিষয়ক মন্ত্রীকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বর্তমান জান্তা সরকার।

এ দুজন হলেন, লে.জেনারেল সেইন উইন  এবং লে.জেনারেল ওয়াইই অং। ২০১৫সালে অংসান সূচির দল এনএলডি সরকার গঠন করলে সেনাবাহিনীর প্রস্তাবিত এ দুজনকে যথাক্রমে প্রতিরক্ষা ও সিমান্ত বিষয়ক মন্ত্রী  নিযুক্ত করা হ‌য়ে‌ছিল। তারা২০২১সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০২০সালের নির্বাচনের পর জেনারেল সেইন উইনকে দেশের ভাইস প্রেসিডেন্ট পদেও নিয়োগ দেয়া হয়েছিল।

গত ১লা ফেব্রুয়ারি এনএলডিকে হটিয়ে জান্তা ক্ষমতা দখল করার পর নতুন সামরিক সরকারে লে.জেনারেল সেইন উইন  এবং লে.জেনারেল ওয়াইই অংকে মন্ত্রীসভায় রাখা হয় নি।

এ দুজনকে চলতি মাসের শুরুতে  মিয়ানমার ভেটেরান এসোসিয়েশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল।

Loading


শিরোনাম বিএনএ