28 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - অক্টোবর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের হামলায় ২ সেনা মৃত্যুর কথা জানাল ইরান

ইসরায়েলের হামলায় ২ সেনা মৃত্যুর কথা জানাল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি হামলায় তাদের দুই সেনার মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে বলেছে দেশটির সেনা, ইরানের নিরাপত্তা রক্ষা, দেশের জনগণের ক্ষতি রোধ করতে গিয়ে দুইজন শহীদ হয়েছেন। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলে আক্রমণ ব্যর্থ করে দিয়েছে।

শুক্রবার রাতভর বিস্ফোরণে রাজধানীর আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে।

এক বিবৃতিতে দেশটির ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলে ইরানের হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর কাছের শহর কারাজেও বিস্ফোরণ ঘটেছে।

এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ