বিএনএ, স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ক্রিকেট দল। শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা হোটেলে পৌঁছায়।
অনাকাঙ্খিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করে র্যাব ও সেনাবাহিনী। এসময় তাদের দেখতে হোটেলের বাইরে ভিড় করে উৎসুক জনতা।
আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। এরই মধ্যে ১-০ তে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা
চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে ক্রিকেটাররা। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী