বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাবে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে তাদের গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল।
গ্রেফতারকৃতরা হলেন, রাঙামাটি পৌরসভার তবলছড়ি কাঠালতলি এলাকার মো. আলি নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ (৩০), রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ির সেগুন বাগান এলাকার প্রয়াত আবদুল গফুর তালুকদারের ছেলে মো. রোমান উদ্দিন (৩০), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন. আরাফাত (২৩), প্রয়াত হাজী আবদুল রাজ্জাকের ছেলে মো. শাহজাহান (৩৭), আবদুল আজিজের ছেলে ওমার ফারুক লিটন (৩৪)।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দায়ারঘাটায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪ শত পিস ইয়াবা, দুটি মোটর সাইকেল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৩ তাজা রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের রাউজান থানায় দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিএনএনিউজ/শফিউল আলম/এইচ.এম।