28 C
আবহাওয়া
১:৩৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আইপিএলে নতুন দুই দল

আইপিএলে নতুন দুই দল

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইপিএলের আগামী আসরে দল বাড়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল ক্রিকেট ভক্তদের। ৮ থেকে বেড়ে হচ্ছে ১০।  সোমবার আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করা হল ।

এর আগে দুবাইয়ে নতুন দু’টি দলের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথমে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখান থেকে কমতে কমতে তা ১০টিতে নেমে আসে। শেষ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ লখনউ’র হয়ে এবং বেসরকারি প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে নিলাম জিতেছে।

৭ হাজার ৯০ কোটি রুপিতে আরপিএসজি গ্রুপ মালিকানা পেয়েছে লক্ষ্ণৌয়ের। আইপিএলের সাবেক দল রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিকানাও ছিল তাদের।

আর ৫ হাজার ৬২৫ কোটিতে আহমেদাবাদের মালিকানা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালসকে।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ছিল ২ হাজার কোটি রুপি। সেখানে আরপিএসজি বিড করেছে ভিত্তিমূল্যের সাড়ে তিন গুণ। আর সিভিসি আড়াই গুণ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ