বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌধুরী হাট, হাজীর হাট ও পূর্ব কালুরঘাট এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।
তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের লাইসেন্স না থাকায়, বিপজ্জনক স্থানে গ্যাস সিলিন্ডার রেখে অধিক মূল্যে বিক্রি এবং গ্যাস সিলিন্ডার ও পেট্রোলিয়ামের ব্যবসা একসাথে করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চৌধুরীর হাট এলাকার মো. সাইফুল ইসলামকে ৪০ হাজার, জাহেদুল আলমকে ১০ হাজার এবং কালুরঘাটের এনামুল হককে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কে এই তৈয়্যব শাহ? ৭১’এ কী ছিল তার ভূমিকা?
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ হাসনাহেনা