বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৫ পরিবারের বসতঘর। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ার লেদু সওদাগরের বাড়ীতে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর, একটি পরিবারের মেয়ের বিবাহের জন্য রক্ষিত দেড়লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খবর পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন:
নীতিমালা অনুযায়ী বিশ্বের যেকোনো সংস্থা নির্বাচন পর্যবেক্ষনে আবেদন করতে পারে-ইসি আলমগীর
ক্ষতিগ্রস্থরা হলেন- মো. হারুন, রাশেদ, পারভেজ, কালুসহ ৫টি পরিবার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া ক্ষতিগ্রস্থ পাঁচ পরিবারকে সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান চৌধুরী ও জিয়াউল হক রোকন।
বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম