22 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীরগতি, সংসদীয় কমিটির ক্ষোভ

ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীরগতি, সংসদীয় কমিটির ক্ষোভ

ড্রাইভিং লাইসেন্স

বিএনএ ডেস্ক: স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণে ধীর গতির কারণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে আবেদনকারীদের কাছে দ্রুত ড্রাইভিং লাইসেন্স বিতরণের ব্যবস্থা করার জোর সুপারিশ করা হয়।

সংসদ ভবনে ওই সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদস্য সদস্য এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন।

বৈঠকে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সকল প্রকার অবকাঠামো নির্মাণের পরামর্শ দেয়া হয়। পাশাপাশি মহাসড়ক নিরাপদ রাখতে নসিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা, ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ করতে বিভাগীয় কমিশনার, ডিআইজি, অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করা হয়।

কমিটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সড়ক পরিবহনে প্রায় ৩ হাজার পদ শূন্য

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ৪টি সংস্থার শূন্য পদের সংখ্যা ২ হাজার ৮৯০টি। এসব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান বলেও জানানো হয়।

তথ্য অনুযায়ী বিআরটিসিতে পদ ৫ হাজার ৮৯৩টি। সেখানে পদ শূন্য আছে ‍২ হাজার ৪৮৭টি। বাংলাদেশ সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পদ সংখ্যা ২১২টি। সেখানে শূন্য পদ ১০৯টি।

সড়ক ও মহাসড়ক বিভাগের মোট পদ ২৫১টি। শূন্য পদ ৬৭টি। সড়ক ও জনপথ অধিদপ্তরের পদ ৯ হাজার ৪৩১টি। সেখানে শূন্য পদ ৪ হাজার ৫৩৪টি। বিআরটিএ অনুমোদিত পদ ৯৩১টি, তাদের শূন্য পদ ২২৭টি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ