16 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি নেতাদের বক্তব্য হাসির খোরাক- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপি নেতাদের বক্তব্য হাসির খোরাক- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপি নেতাদের বক্তব্য হাসির খোরাক- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনএ, চট্টগ্রাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, বিএনপির খালি কলসি এখন বেশি বাজছে।বিএনপি নেতাদের বক্তব্য এখন জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ায় উপজেলা আাওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। তারাই দলের মূল শক্তি। কাজেই তাদের মতামতের ভিত্তিতে দল পরিচালিত হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি থেকে সতর্ক থাকতে হবে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত। জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে জাতিসংঘের অধিবেশনে নিয়ে গেছেন। করোনা মহামারি মোকাবেলায় সফল হওয়া এবং করোনার মধ্যে আর্থিক সব সূচক ঊর্ধ্বমুখী রাখার অবিশ্বাস্য গল্প বিশ্ববাসী শুনতে চায়। তারা প্রধানমন্ত্রীকে অনুকরণ ও অনুসরণ করতে চায়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র শাহাজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ইফতেখার হোসেন বাবুল প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ