বিএনএ,স্পোর্টসডেস্ক : প্রীতি ম্যাচে হংকংকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মহিলা দল। রোববার(২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার একাডেমি মাঠে খেলাটি অনুুষ্ঠিত হয়েছে।
ম্যাচের ১৮ তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ মহিলা দল। গোলটি আসে তাহুরা খাতুুনের পা থেকে।বিরতি যাবার ঠিক কিছুু মিনিট আগে সাবিনা গোল করে লিড দ্বিগুন করে গোলাম রব্বানী ছোটনের শির্ষরা।
দ্বিতীয়ার্ধে ৫৩ ও ৫৭ মিনিটের মাথায় আরও দুই গোল করে হ্যাটট্রিকের স্বাদ পায় তিনি। ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জাতীয় দলের এই ফরোয়ার্ড।
এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডান ও ইরান-দুই দলের কাছেই ৫-০ গোলে হেরে ছিটকে যাওয়া পর দারুণ এক জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে সাবিনা-কৃষ্ণারা।
বিএনএ/এমএম