বিএনএ,স্পোর্টসডেস্ক : সিরি আ লিগে সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ইউভেন্তুস । রোববার(২৬ সেপ্টেম্বর) ইউভেন্তুসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ছয় ম্যাচে ২ জয় ২ ড্র ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে যুভেন্তাস।
ম্যাচের ১০ মিনিটে পাউলো দিবালা গোল করে এগিয়ে নেয় ইউভেন্তুসকে । গোল করার ১২ মিনিট পর গোল করার পর অস্বস্তি অনুভব করায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৪৩ তম মিনিটে লিওনার্দো বোনুচি স্পট কিক থেকে গোল করে লিড দ্বিগুন করার পরের মিনিটে মায়া ইয়োশিদা গোল করে ব্যবধান কমান ২-১ এ।
বিরতি থেকে ফিরে ৫৭ তম মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লি সফরকারিদের জালে বল জড়ালে ৩-১ এগিয়ে যায় ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শির্ষরা। ৮৩ তম মিনিটে আন্তোনিও ক্যান্ড্রেভা ইউভেন্তুসের জালে বল জড়িয়ে ব্যবধান কমান ৩-২ এ।
পরে যোগ করা সময়েও বারবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি রবার্তো দি এভারসার শির্ষরা।
বিএনএ/এমএম