28 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ১০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৫৯৪ জন। এসময় করোনায় নগরে ১ জন মৃত্যুবরণ করেছেন। রোববার ( ২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম: আজকের খবর

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৪টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২৯টি নমুনা পরীক্ষায় ২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৮৮টি নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ২ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), এন্টিজেন টেস্টে ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়নি কোন করোনা রোগী ।

চট্টগ্রামের করোনার আজকের নিউজ

উপজেলায় ১০ জনের মধ্যে বাঁশখালী ২ জন, বেয়ালখালী ১ জন, রাউজান ১ জন, হাটহাজারী ২ জন ও মিরশ্বরাই ৪ জন। লোহাগাড়ায়, আনোয়ারা , পটিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, সাতকানিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, ও সন্দ্বীপ উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

চট্টগ্রামে করোনা আপডেট 

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ  ১ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে নগরে ৭৩ হাজার ৫৮৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫ জন। একই সময় করোনায় ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯০ জন। যাদের মধ্যে নগরে ৭১২ জন ও উপজেলায় ৫৭৮ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ