27 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা পলায়নে সহায়তাকারি ৯ দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাদেরকে বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। এর আগে গত মঙ্গলবার রাতে ভাসানচার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নম্বর ক্লাস্টারের মো.জুবায়ের (২২) ৬৪ নম্বর ক্লাস্টারের রেদোয়ান (২০) মোহাম্মদ সালাম ( ৩১) ৭৭ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমান (১৯) ৫১ নম্বর ক্লাস্টারের সৈয়দ করিম (১৮) সাইফুল ইসলাম (২০) ২৬ নম্বর ক্লাস্টারের শফিউল্লাহ (২২) ৬ নম্বর ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের মোহম্মদ সালেহ(৪০)।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, রোহিঙ্গা দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করা হয়েছে।আজ (বৃহস্পতিবার) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।

বিএনএনিউজ/রিপন,মনির

Loading


শিরোনাম বিএনএ