27 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » অস্বাভাবিকভাবে বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

অস্বাভাবিকভাবে বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

ডিএসই

বিএনএ,ঢাকা:কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।বুধবার (২৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

                  পুঁজিবাজারের আজকের খবর

শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ম্যাকসন্স স্পিনিং এবং রিজেন্ট টেক্সটাইলকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানি দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রকাশ অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

গত ১০ আগস্ট ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারের দাম ছিল ২০.৬০ টাকা। আর ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২৬.৩০ টাকা। ফলে ৯ কার্যদিবসে শেয়ারের দাম ৫.৭০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

                                        পুঁজিবাজার নিউজ

গত ৩ আগস্ট রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ১১.৫০ টাকা। আর ২৫ আগস্ট শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৫.৪০ টাকা। ফলে ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৩.৯০ টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

বিএনএ নিউজ২৪ ডটকম/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ