21 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » অবশেষে আফগানিস্তান ছাড়ছে তুর্কি সেনা

অবশেষে আফগানিস্তান ছাড়ছে তুর্কি সেনা

অবশেষে আফগানিস্তান ছাড়ছে তুরস্কের সেনা

বিএনএ, বিশ্বডেস্ক : অবশেষে আফগানিস্তান ছাড়তে শুরু করেছে  তুর্কি বাহিনী। ২০০২ সাল থেকে জাতিসংঘ ও ন্যাটো বাহিনীর প্রতিনিধি  হিসেবে আফগানিস্তানে কাজ করেছে  তুরস্ক।

বুধবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আমাদের সেনা প্রত্যাহারের পরও আমরা সেখানকার বিমানবন্দরে নিরাপত্তার কাজটি চালিয়ে যেতে পারব। যদি শর্তাবলীতে সম্মত হয় এবং এই দিক থেকে কোনো চুক্তি হয়, তাহলে আমরা সেখানে এই পরিষেবা প্রদান অব্যাহত রাখব।’

এ দিকে তালবেনরা জানায় , তুৃরস্কের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা চাইনা তাদের সেনা কাবুল  বিমানবন্দরে থাকুক।  কাবুল বিমান বন্দরের নিরাপত্তা আমরা দিতে সক্ষম ।

উল্লেখ্য,  গত ১৫ আগস্ট তালেবান প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নিলে আঙ্কারার ওই পরিকল্পনা ভেস্তে পড়ার উপক্রম হয়। এরপরও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তালেবান সরকারের অধীনে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ