27 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৫
Bnanews24.com
Home » অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

বিএনএ, স্পোর্টস ডেস্ক: প্যারিসের প্রাণকেন্দ্র সেন নদীতে হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের। ভিন্নতা আনতে এবারই প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে স্টেডিয়ামের বাইরে।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সেন নদীর তীরে হাজির হবেন ৩ লাখেরও বেশি দর্শক। থাকবেন ৮০টি রাষ্ট্রের প্রধান। দর্শকদের জন্য রাখা হয়েছে ৮০টিরও বেশি বড় পর্দা।

আয়োজক কমিটি জানিয়েছে, এবারের মতো অনুষ্ঠান আগে কখনো দেখা যায়নি।

ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, নদীর তীর, পানি ও আকাশের সদ্ব্যবহার করে সাহসী ও আনন্দদায়ক এক অনুষ্ঠান পুরো বিশ্বকে উপহার দেবে তারা। প্রতিটি নদীতীর কিংবা সেতুতেই থাকছে নাচগানের আয়োজন।

নদীতে ৬ কিলোমিটারের ভাসমান প্যারেডে প্রায় ৭ হাজার অ্যাথলেটকে বহন করবে প্রায় ৮৫ নৌকা। সবগুলো নৌকাতেই লাগানো থাকবে ক্যামেরা। যাতে করে ক্লোজ-আপ ভিউ পেতে পারেন দর্শকরা।

অস্তারলিজ ব্রিজ থেকে শুরু করে লুভর মিউজিয়াম, পন্ত দে আর্টস ব্রিজসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা পেরিয়ে আইফেল টাওয়ারের কাছে এসে থামবে অ্যাথলেটদের প্যারেড।

নিশ্চিত করে জানা না গেলেও গুঞ্জন আছে, মঞ্চ মাতাতে পারেন পপ গায়িকা লেডি গাগা ও সেলিন ডিওন। এছাড়া সেন নদীর তীরঘেঁষা বিল্ডিংগুলোর ছাদে নাচতে দেখা যাবে নৃত্যশিল্পীদের।

অনুষ্ঠানে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবেন ৪৫ হাজার পুলিশ।

এছাড়া ২২ হাজার প্রাইভেট সিকিউরিটি স্টাফ গার্ডও থাকবেন। সেন নদীর তীরে প্রবেশ করতে দর্শক কিংবা স্থানীয়দের দেখাতে হবে কিউআর কোড।

কোভিড-১৯ মহামারীর কারণে গত আসরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কোনো দর্শক ছাড়াই।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময় বাড়ালো উখিয়ায় নদীতে মিলল ইউপি সদস্যের মরদেহ রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ফেনী শহর নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের জন্য লাভজনক শুল্ক চুক্তির আশায় ঢাকা: শফিকুল আলম চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন পিআর কী: জামায়াত কাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাচ্ছে? জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা কক্সবাজারে সমুদ্রে তলিয়ে চবি ছাত্র নিহত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে দেখা যাবে