লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ নোয়াখালী,ফেনী,লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ২৬-২৮ তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৬ জুলাই ২০২২) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এএম খালেকুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুুহাম্মদ সরওয়ার। অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুুহাম্মদ আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হবে। জাতির পিতা কৃষকদের খুব পছন্দ করতেন। কৃষকদের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন।
আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ এবং পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
রায়হান সিকদার,জিএন