17 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নভেম্বরের পর কেবল করোনার বুস্টার ডোজ দেয়া হবে

নভেম্বরের পর কেবল করোনার বুস্টার ডোজ দেয়া হবে

করোনার টিকা

বিএনএ, ঢাকা:  নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ করছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশেই চলছে টিকা কার্যক্রম। তবে আগামী নভেম্বর মাস থেকে আর কোনো ব্যক্তিকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের পর শুধুমাত্র বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন।

সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। তাই নভেম্বরের পর আর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা ব্যবহার করা যাবে না।

এ ব্যাপারে শিগগির সরকারি ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সূত্র: সময় নিউজ

অন্যদিকে স্বাস্থ্য অধিদফতর জানায়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান আগামী আগস্ট মাস থেকে শুরু হবে।

বিএনএনিউজ২৪, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ