33 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে নতুন আরও ৩টি উপজেলা হচ্ছে

দেশে নতুন আরও ৩টি উপজেলা হচ্ছে

দেশে নতুন আরও ৩ উপজেলা হচ্ছে

বিএনএ, ঢাকা : দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো— মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। এ নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টিতে। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সোমবারের বৈঠকে কক্সবাজারের সদরের ঈদগাঁও, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এবং সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।ৱ

এছাড়া এলাকবাসীর দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

ঈদগাঁও(কক্সবাজার) থেকে  মোঃ রেজাউল করিম জানান,

ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম উপজেলা হিসাবে অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো। এটি দেশের ৪৯৩ তম উপজেলা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুব অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।’

এদিকে ঈদগাঁও নতুন উপজেলা অনুমোদিত হয় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ ও বিতরণ করেন ঈদগাঁও উপজেলা প্রেমী ডাক্তার আলহাজ্ব সিরাজুল মোস্তফা নুরী। অন্যদিকে ঈদগাঁও উপজেলা অনুমোদন পাওয়ায় ক্রীড়ানুরাগী হুমায়ুন করিম শিকদার ঈদগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

উপজেলা অনুমোদন প্রক্রিয়ায় বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, ঈদগাঁওর বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম ও স্থানীয় ৫ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন আলহাজ্ব ছব্বির আহমদ এম,এ, এম, মমতাজুল ইসলাম, সলিম উল্লাহ জিহাদী, ডাক্তার আমির সোলতান, শহিদুর রহমান শহীদ, মাওলানা সৈয়দ নুর হেলালী, ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, ডাক্তার মোস্তাফিজুর রহমান, শওকত আলম শওকত, আলহাজ্ব ছানা উল্লাহ, হাফেজ আব্দুর রহিম ফারুকী, জাফর আলম হেলালি, এডভোকেট আবু হেনা চৌধুরী, সরওয়ার কামাল চৌধুরী, মোহাম্মদ আলম, শাহাব উদ্দিন চৌধুরী, জিল্লুর এহছান বুলু, নুরুজ্জামান, মাস্টার মুকতার আহমদ, মুক্তিযোদ্ধা শেখ সৈয়দ আলম, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, মোকাররম বাবুল, সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, ওমর ফারুক রবি প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ