18 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দুবছরে ১৩০বার বিদেশ গমন,অবশেষে ধরা

দুবছরে ১৩০বার বিদেশ গমন,অবশেষে ধরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

বিএনএ, ঢাকা: আড়াইকোটি টাকার বৈদশিক মুদ্রাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান যাত্রী জাহাঙ্গীর গাজী(৩৬)কে  আটক করেছে এপিবিএন সদস্যরা। সোমবার(২৬জুলাই) সকাল সাড়ে ৬টায় তার্কিশ এয়ারলাইন্সযোগে তুরস্ক যাবার প্রাক্কালে সর্বশেষ চেকিং পয়েন্টে তাকে আটক করা হয়।

এপিবিএন সূত্র জানায়, পাসপোর্ট চেক করে দেখা যায় এক সময়ের কাপড় ব্যবসায়ি এই বিমান যাত্রী গত দুবছরের মধ্যে ১২৮থেকে ১৩০বার বিদেশে যাওয়া আসা করেছেন।কমার্শিয়াল যাত্রী হিসেবে তিনি যাওয়া আসা করতেন, সব সময় লাগেজ সুবিধা ভোগ করে আসছিলেন।

ফ্লাইটে আরোহন করার পূর্ব মুহুর্তে আইএনএস গেটে জাহাঙ্গীর গাজীকে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে তার শরীরে ৫০হাজার সৌদি রিয়েল পাওয়া যায়। পরে তার শরীর স্ক্যানিং করে আরও ১১লাখ ৬৫ হাজার টাকার সৌদি রিয়েলসহ ৮টি দেশের বৈদশিক মুদ্রা পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় আড়াইকোটি টাকার সমান।

জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে বৈদশিক মুদ্রা পাচারের অভিযোগে কাস্টম হাউসের কর্মকর্তারা বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিএনএ বাংলানিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ