26 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - মে ২৯, ২০২৫
Bnanews24.com
Home » বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত

বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীতে  সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার (২৫ মে) দিনগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় কামরুল আহসানকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। সেখানে কামরুলসহ আরও কয়েকজন বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুজনই ছিলেন মাস্ক পড়া। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ