25 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গোপনে বিয়ে রাজ-বুবলীর!

গোপনে বিয়ে রাজ-বুবলীর!

গোপনে বিয়ে রাজ-বুবলীর!

বিএনএ, ঢাকা: চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী গোপনে বিয়ে করেছেন। চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে বলে জানা গেছে। গত ১৩ মে বিয়ে করেছেন রাজ-বুবলী। এ তথ্য জানিয়েছে উইকিপিডিয়া।

তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। বাতাসে গুঞ্জন, এই সিনেমাতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করেন থাকেন, তাহলে তাতে মোটেই অবাক হবার কিছুই নেই কারণ, এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আরো আছে।

এ প্রসঙ্গে জানতে রাজ, বুবলি কাউকেই পাওয়া যায়নি।

পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের কোলজুড়ে পুত্রসন্তান রাজ্যের আগমন ঘটে। অশান্তির অশনি সংকেত রাজ্যের আগমনও স্বাভাবিক করতে পরেনি। ফলে বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে নিজেরাই দূরত্বে থাকছেন তারা।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ