বিএনএ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ও জান্নাতুন কিশমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজরিন ও জান্নাতুন সহপাঠীদের সঙ্গে দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় সকলের অগোচরে তারা দুই জন পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পরেও তারা বাড়িতে রা ফিরলে পরিবারের লোকজন পুকুরে খোঁজ করতে গিয়ে তাদের মৃত দেহ দেখতে পায় এবং উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।