বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. হাসান (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার মো. হাসান উপজেলার হাইলধর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু বক্কর মাস্টারের বাড়ির মো. নওশা মিয়ার ছেলে। দলীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ