20 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ৭ জনের প্রাণহানি, আক্রান্ত ২০৮

চট্টগ্রামে করোনায় ৭ জনের প্রাণহানি, আক্রান্ত ২০৮

চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যুর দিনে আক্রান্ত ১০৬

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬১টি নসুনা পরীক্ষায় ২০৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরের ১৫৯ জন এবং উপজেলার ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৫ জন। এসময় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)ল্যাবে ২৫০টি নমুনা পরীক্ষা করে ৬০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১২১টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৭টি নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৮টি নমুনা পরীক্ষায় ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ২৪টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ২০৮ জন বেড়েছে। ফলে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে নগরের ৩৯ হাজার ৪০০ জন এবং উপজেলার ৯ হাজার ৬৯৫ জন। এসময় চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জন। যার মধ্যে নগরের ৩৭৫ জন এবং উপজেলার ১২৯ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ