29 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ৭১ বছরের ইতিহাসে প্রথম নারীর ফাঁসি

ভারতে ৭১ বছরের ইতিহাসে প্রথম নারীর ফাঁসি

ফাঁসি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। নিজের পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে শবনম আলী নামের ওই নারীর বিরুদ্ধে। রামপুর জেলা কারাগারে থাকা শবনম প্রেমিককে সঙ্গে নিয়ে প্রায় ১৩ বছর আগে ওই হত্যাকাণ্ড ঘটান।

২০০৮ সালে নিজেরই পরিবারের সাত জন সদস্যকে ঠাণ্ডা মাথায় গলার নলি কেটে খুন করেন শবনম। বাবা-মা, দুই ভাই, তাদের স্ত্রী এমনকি ৯ মাসের ভাতিজাকেও ছাড়েননি তিনি। প্রথমে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করেন। তারপর প্রেমিককে ডেকে পাঠিয়ে কুঠারের আঘাতে একে একে খুন করেন সবাইকে।

প্রথমে অস্বীকার করলেও ধরা পড়ার পর সেই রাতের বিবরণ শবনমই জানিয়েছিলেন পুলিশকে। বলেছিলেন, কীভাবে পরিবারের ৬ সদস্যকে খুন করার পর প্রেমিককে বিদায় জানিয়েছিলেন। তারপর হঠাৎ ৯ মাসের ভাইপোর কান্না শুনে চমকে গিয়েছিলেন তিনি। তখন অন্ধকার ঘরে দুপায়ের ফাঁকে টর্চ ধরে, ৯ মাসের শিশুটির মুখ চেপে ধরে ছুরির আঘাতে নিথর করে দেন।

২০১০ সালে ১৪ জুলাই জেলা ও দায়রা আদালত এই প্রেমিক যুগলকে মৃত্যুদণ্ড দেয়। পরে তারা প্রথমে উত্তর প্রদেশ হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আপিল করেন।

কিন্তু উভয় আদালতেই জেলা আদালতের রায় বহাল থাকে। পরে শবনমের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন ভারতের রাষ্ট্রপতিও। ফলে ফাঁসির সাজা বহাল থাকায় মথুরা জেলে শবনমের প্রাণদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও ফাঁসির দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

ঘটনায় আরেক ভিকটিম শবনমের ছেলে বিট্টু। তাকে জেলেই বড় করেছেন তিন। এরপর একজনের কাছে দত্তক দিয়ে দেন। সন্তান থাকলে ভারতে মৃত্যুদণ্ডের রেওয়াজ নেই। কিন্তু এবার প্রথা ভাঙছে দেশটির আদালত।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ