বিএনএ, রাজশাহী : রাজশাহীর বেলপুকুর রেলগেটে বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) এবং একই এলাকার সোলাইমামের ছেলে জরুহুল (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি জানান, রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বেলপুকুর রেলগেট পার হওয়ার সময় একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল দুই আরোহী কিছুদূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিএনএনিউজ/এইচ.এম।