30 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতা আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম : জি.এম.কাদের

স্বাধীনতা আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম : জি.এম.কাদের

জিএম কাদের

বিএনএ, ঢাকা : সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম.কাদের এমপি বলেছেন, স্বাধীনতা আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ব্রিটিশ ও পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করেছিলো। আমরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম।

মঙ্গলবার (২৬ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জি.এম.কাদের আরো বলেন, স্বাধীনতার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছেন। স্বাধীনতা রক্ষার জন্য আমরা এগিয়ে যাবো, বাধা এলে মোকাবেলা করবো।

তিনি বলেন, একটি সুবিধাভোগী গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।

তিনি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে সবার প্রতি আহবান জানান।

পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এম এ সোবহান।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ