বিএনএ, সাভার (ঢাকা): বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। মহান স্বাধীনতা দিবসে মঙ্গলবার ভোরে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপণ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমা।
এরপর ৬টা ১০ মিনিটের দিকে স্মৃতিসৌধের ডানপাশে চার মাস বয়সী একটি ‘নাগেশ্বর চাপা’ রোপণ করেন ওয়াংচুক। এসময় সঙ্গে ছিলেন ভুটানের রানী জেৎসুন পেমা।
বাংলাদেশে চার দিনের রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের রাজা-রানী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরপরই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বেদিতে ফুল দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারা মন্তব্য লিখেন ও স্বাক্ষর করেন।
বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম