17 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে ট্রাক চাপায় পথচারী নিহত

সাভারে ট্রাক চাপায় পথচারী নিহত


বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৬ মার্চ) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ট্রাকটি নবীনগর-চন্দ্র মহাসড়ক দিয়ে আসতে ছিল। বাইপাইল মোড় এলাকায় এসে ট্রাকটি হঠাৎ করে আইল্যান্ডের ওপর ওঠে যায়। এ সময় একজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই সাথে ট্রাকটি মহাসড়ক থেকে সরাতে পুলিশ কাজ করছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে নিহতের নাম- পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ