26 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » যমুনা‌য় জীবন গেল দুই ভাইয়ের

যমুনা‌য় জীবন গেল দুই ভাইয়ের

টাঙ্গাই‌লে যমুনা‌য় প্রাণ গেল দুই ভাইয়ের

বিএনএ: টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে গোসল কর‌তে নেমে জীবন গেল দুই ভাই‌য়ের। তারা সম্প‌র্কে চাচা‌তো ভাই। রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো, উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম ও লিখন ৬ষ্ঠ শ্রেণির ছিল।

স্থানীয়রা জানান, বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এ‌গি‌য়ে গে‌লে, সেও পা‌নি‌তে প‌ড়ে হা‌রি‌য়ে যায়।

প‌রে স্থানীয়রা নদীতে স্নান কর‌তে গি‌য়ে আহতবস্থায় দুইভাই‌কে পা‌নি‌ থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, দুই ভাই‌কে হাসপাতা‌লে আনার আ‌গেই তা‌দের মৃত্যু হ‌য়ে‌ছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ