বিএনএ, ঢাকা : রাজধানীর বনানীতে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বনানী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, বনানী কবরস্থানের সামনের রাস্তায় হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় গাড়ি চালক বের হয়ে আসেন, আর ভেতরে কোনো রোগী ছিল না। তাই কেউ হতাহত হয়নি।
বিএনএনিউজ/এইচ.এম।