17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩২

বিএনএ, বিশ্বডেস্ক : মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৬৬৷

শুক্রবার (২৬ মার্চ) মিশরের দক্ষিণ প্রান্তের সোহাগ প্রদেশের তাহতা জেলায় এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনাস্থল  রাজধানী কায়রো থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরে।

দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে দু’টি ট্রেনেরই একাধিক বগি উল্টে গিয়েছে৷

গত কয়েক বছরে মিশরে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে৷ যার জন্য অপর্যাপ্ত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করা হচ্ছে৷ ২০০২ সালে দক্ষিণ কায়রো যাত্রী বোঝাই একটি ট্রেনে আগুন লেগে ৩৭৩ জনের মৃত্যু হয়৷ এর পর থেকে একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকে মিশর৷ গত বছরও মার্চ মাসে কায়রোতে দু’টি ট্রেনের সংঘর্ষে ১৩ জন আহত হয়৷ যে দুর্ঘটনার পর দেশজুড়ে রেল পরিষেবাই সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়৷

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ