32 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সাজেক ভ্যালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি

সাজেক ভ্যালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি


বিএনএ, খাগড়াছড়ি : মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পাঁচ সদস্যের এই কমিটি। এ সময় আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা।

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, সদস্যসচিব ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের জন্য আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করবো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সব ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রের রিসোর্ট-কটেজ ও বসতঘরসহ শতাধিক স্থাপনা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা