বিএনএ, ঢাকা : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কর্মসূচিতে মধুর ক্যান্টিনের সামনে হাতাহাতির ঘটনায় দুইজন আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে।তারা হলেন, মিশু আলি (২৫) সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আকিব আল হাসান (২৬) পেন্টিং এন্ড পাবলিক স্টাডিস ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের উত্তরা জোনে শিক্ষার্থী কর্তৃক বৈষম্যের প্রতিবাদে স্লোগান দিতে গেলে নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়, ঢাকা মেডিকেলে দুজনকে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে চিকিৎসাধীন রাখেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, ঢাবির মধুর ক্যান্টিনে সামনে থেকে আহত হয়ে দুইজন ছাত্র ঢাকা মেডিকেলে এসেছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী