26 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম

বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম


বিএনএ, ঢাকা : যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তবর্তী সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ করা হয়েছে।

১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর উপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ