32 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

বিএনএ, বান্দরবান: বান্দরবান-কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবানের গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন।

অন্যদিকে, একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চা দোকানদার মো. হোসেন মিয়া নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে কেরানিরহাটের আশসাফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দু’জনের মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা