21 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লক্ষীছড়ির হতদরিদ্রদের পাশে সেনাবাহিনী

লক্ষীছড়ির হতদরিদ্রদের পাশে সেনাবাহিনী

লক্ষীছড়ির হতদরিদ্রদের পাশে সেনাবাহিনী

বিএনএ, খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে সেবা এবং জনকল্যাণমূলক কাজ  অব্যাহত রেখেছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে দুর্গম লক্ষীছড়ি জোনের বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে স্থানীয় দুইটি পরিবারকে সেলাই মেশিন, দুইটি পরিবারকে সোলার প্যানেল, দুইজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান,তিনটি স্কুলের উন্নয়ন কাজে আর্থিক সহায়তা এবং দশটি কৃষক পরিবারকে  কৃষি বীজ, সার ও মাছের পোনা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।

এ সময় তিনি বলেন,পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে।

এসময় লক্ষীছড়ি জোনের পদস্থ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

বিএনএ/ আনোয়ার হোসেন,বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ