17 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নারী বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপ ফাইনালে আজ লড়বে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

বিএনএ: নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কেপটাউনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

দক্ষিণ আফ্রিকার নারী কিংবা পুরুষ কোন দলই আগে বিশ্বকাপ খেলেনি। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে দেশটির মেয়েরা। নিজেদের মাঠেই লড়বে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমবার বিশ্বকাপের খেলার পাশাপাশি বিশ্বকাপটাও নিজেদের ঘরে রাখতে চায় দেশটির খেলোয়াড়রা।

ফাইনালিস্ট দুই দলই রয়েছে দারুণ ছন্দে। প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দল বাজিমাত করতেই আজ মাঠে নামবে। তবে মাঠের খেলায় এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ পাঁচ দেখায় সব ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ