22 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় শুটার আটক

উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় শুটার আটক

উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় শুটার আটক

বিএনএ: নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় এক শুটারকে আটক করার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ওই শুটারের নাম আরিফ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনকে গুলি করে অজ্ঞাত মুখোশধারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও নরসিংদী জেলা পুলিশের যৌথ একটি দল আরিফকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ