বিএনএ, ঢাকা : কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হত্যার বিচার দাবিতে পূর্বঘোষিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মশাল মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এ মশাল মিছিলে পুলিশ লাঠিচার্জ করে।
মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ লাটিচার্জ শুরু করে। ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ বলেন, ‘প্রথমে বিক্ষোভকারীরা আমাদের লক্ষ্য করে মশাল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ তাদের প্রতিহত করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান পৌনে ৮টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভকারীরা প্রথমে আমাদের ওপর মশাল ছুঁড়ে মারে। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভকারীরা দুই ভাগ হয়ে একভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যায়। আরেকভাগ আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১৩-১৪ জন পুলিশ সদস্য আহত হন। আমি নিজেও আহত হয়েছি।’
বিএনএনিউজ/এইচ.এম।