বিএনএ, ঢাকা: টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (অপরাধ) দক্ষিণ বিভাগের এডিসি হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং ডিবির সদস্যদের অংশ গ্রহনে এ অভিযান সংগঠিত হয়্।
শনিবার (২৫ জানুয়রি) রাত সাড়ে ৮টা থেকে রাত দেড়টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি, হোন্ডা রোড, স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিটন মোল্লা (২৬), রতন (৩০), মাহবুব (৪০), শামসুল আরেফিন সিজান (২০), আলমগীর শেখ (৪৮), আবিদ হাসান শেখ (২০), নূরে আলম (২৩), শফিকুল ইসলাম (৪০), নয়ন শেখ (২১), শান্ত রহমান (২১), জালাল উদ্দিন (২০), যাদব বর্মন শুক্ল (৪২), বাচ্চু (৩৮), সাইফুল ইসলাম (২৫) ও খোকন মন্ডল (৪৫)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাকু, চাপাতি, সুইজ গিয়ারসহ ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী শাখার ছাত্ররা অংশ নিয়ে পুলিশকে সহযোগিতা করেন।
এদিকে আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী