বিএনএ,বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা।
বুধবার(২৬ জানুয়ারি ) ভোর থেকেই পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সনাতনী শিক্ষার্থীরা। এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়। সকাল ৮টায় বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এরপর সমবেতভাবে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। ।এসময় বিদ্যা দেবীর বন্দনায় শিক্ষার্থীরা মশগুল থাকেন।
এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক প্রবীর বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড.পার্থ প্রতীম ধর। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম, সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আবুল হাসনাত মোহাম্মদ মহসিন, জামাল আহমদ, মো. লায়েছ মিয়া, রাজীব চক্রবর্তী, প্রভাষক শ্রাবণী সাহা, সজল দাশ, শুভজিৎ দাশ, রানা দাশ, সুব্রত চৌধুরী, রণি বিশ্বাস, শিক্ষার্থী দিগন্ত নাগ, শিমুল চৌধুরী, চমক চক্রবর্তী, সজীব চৌধুরী, রয়েল দেবনাথ, শিমুল সর্দার, তুলি চক্রবর্তী, জয় চক্রবর্তী, ঈশিতা মল্লিক, শ্রাবনী, পুষ্পিতা চক্রবর্তী, জয়ন্ত ও অর্ক।
বিএনএ/ বাবর মুনাফ,ওজি