বিএনএ, রাঙামাটি : রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কাঠভর্তি ট্রাকে দিনদুপুরে গুলি করছেন সন্ত্রাসীরা।বুধবার( ২৫ জানুয়ারি) দুপুরে দেপ্পাছড়ি এলাকায় চলমান গাড়িকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি হতে কাঠ নিয়ে ঢাকা যাওয়ার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় ৬/৭ জন সন্ত্রাসী অতর্কিতভাবে একটি কাঠভর্তি ট্রাকে ২৫ রাউন্ড গুলি ছুঁড়ে। পরবর্তীতে তারা পাহাড়ে চলে যায়। কিন্তু কেউ হতাহত হয়নি। ভয় ভীতি দেখানোর জন্য ঘটনাটি ঘটতে পারে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল আরিফ।
ট্রাকটির চালক জানান, রাঙামাটি হতে কাঠ নিয়ে ঢাকা যাওয়ার পথে দেপ্পাছড়ি এলাকায় আসলে কয়েকজন অস্ত্রধারী অতর্কিতভাবে গুলি ছুঁড়ে। পরবর্তীতে জীবনের ঝুঁকি নিয়ে অন্য এলাকায় চলে আসেন তিনি।
রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম বলেন, দিনের বেলা এভাবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সন্ত্রাসীরা ট্রাকে গুলি করতেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? এভাবে চললে আমরা গাড়ি সড়কে চালাবো না।
এ বিষয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করেছি। কারা এমন ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি