ছাগলনাইয়া(ফেনী) : সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব মিজানুর রহমান মজুমদার বলেছেন, ইসলাম সর্বদা শান্তি নিরাপত্তা ও সুন্দরের শিক্ষা দেয়। ইসলামের নির্দেশিত সব কর্মসম্পাদন করতে হয় সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলার মাধ্যমে। ইসলাম দুনিয়ার জমিনে এসেছে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধু কর্তৃক মাদ্রাসা শিক্ষা বোর্ড পুণর্গঠন বাংলাদেশে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রসারের এক মাইল ফলক। জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার দ্বার উন্মুক্ত করণ এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারী চাকুরীর নিশ্চয়তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করেছিলেন।
ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে বুধবার(২৫ জানুয়ারি ২০২৩) রাতে মহিউচ্ছুন্নাহ মাদরাসা ও হেফজখানা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব মিজানুর রহমান মজুমদার এ সব কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব মিজানুর রহমান মজুমদার আরও বলেন, আল্লাহতায়ালার সর্ব শ্রেষ্ঠ পয়গম্বর ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) তদানীন্তন আরবের করুণ, বিশৃঙ্খল, জাহেলি ব্যবস্থার মূলোৎপাটন করে আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাই ইসলামে কোন জোর জবরদস্তি নেই। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সব সময় সোচ্চার। ধর্ম নিয়ে যে কোন গুজবে কান না দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
পরে মহিউচ্ছুন্নাহ মাদরাসা ও হেফজখানা পরিদর্শন করেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যর্নির্বাহী কমিটির সদস্য, সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মিজানুর রহমান মজুমদার।২৫ জানুয়ারি ২০২৩ খ্রি.।
চৌধুরী পাড়া সততা সংঘ
সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব মিজানুর রহমান মজুমদার ২৫ জানুয়ারি সন্ধ্যায় ছাগলনাইয়াস্থ ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া সততা সংঘ পরিদর্শনে যান।